দেশজুড়ে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৩৮:২২ প্রিন্ট সংস্করণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদারের নেতৃত্বে স্থায়ী ক্যাম্পাস চত্বরের প্রধান ফটক থেকে প্রভাতফেরি বের করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়।

কর্মসূচির দ্বিতীয়পর্ব শুরু হয় ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও একুশভিত্তিক আলোচনা অনুষ্ঠান দিয়ে।বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মো. সাদীর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার। উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফয়জার রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো. শহীদুর রহমানসহ বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক। আলোচকরা মূলত একটি জাতি বা গোত্রের জন্য মাতৃভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কতটুকু গুরুত্ব বহন করে সে সকল বিষয় নিয়ে আলোচনা করেন। উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার ১৯৫২-এর ভাষা শহীদ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন

উপদেষ্টা প্রফেসর ড.এম. সাইদুর রহমান খান অনুষ্ঠানে শারীরিক অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন। তবে তার পাঠানো ভিডিও বার্তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ ফেব্রুয়ারির বিশ্বায়ন কিভাবে হলো, তা দেখানো হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপদেষ্টা প্রফেসর ড.এম. সাইদুর রহমান খানকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং গ্রহণ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক।

আরও খবর

Sponsered content

Powered by