খেলাধুলা

বাংলাদেশ ক্রিকেট দলের মানসিকতার উন্নতি করতে চান সাকিব

  প্রতিনিধি ১ এপ্রিল ২০২১ , ৯:৫২:২৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট দলের মানসিকতা উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন সাকিব আল হাসান। যদি তিনি জাতীয় ক্রিকেট দলের  বৃহস্পতিবার নিজের ফেসবুক লাইভে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওই লাইভে দেশের আলোচিত ক্রিকেটার সাকিব আল হাসান আরও বলেছেন,  ক্রিকেটার হব সেটা পরিকল্পনা ছিল না। যদি প্ল্যান থাকতো তাহলে ফুটবলার হতাম অথবা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতাম। ক্রিকেটটা পুরোটাই প্ল্যানের বাইরে।

লাইভে সাকিবকে করা প্রশ্নসমূহ

বাংলাদেশ দলের সেরা অধিনায়ক কে ছিল? মুশফিক, মাশরাফি, সাকিব। এ প্রশ্নের উত্তরে তিনি ইতস্তত করেন। পরে তিনি বলেন, এটা কঠিন প্রশ্ন। তবে রেকর্ডের দিক দিয়ে মাশরাফি ভাই।
প্রশ্ন: ফুটবলে আপনার পছন্দের খেলোয়ার কে?
সাকিব: লিওনেল মেসি

প্রশ্ন: প্রিয় পার্টনারশিপ খেলোয়াড় কে? তামিম, মুশফিক নাকি মাহমুদউল্লাহ রিয়াদ?
সাকিব: তিনজনের সঙ্গেই আমার বড় বড় পার্টনারশিপ হয়েছে। তবে এখানে ফেভারিট মুশফিক ভাই।

প্রশ্ন: বাংলাদেশ দলের একটি মাত্র জিনিস যদি আপনি ইমপ্রুভ (উন্নতি) করতে পারেন, তাহলে সেটা কী?
সাকিব: মানসিকতা

প্রশ্ন: একটু বিস্তারিত বলতে পারেন
সাকিব: না, আর বলা যাবে না।

প্রশ্ন: এ যাবতকালে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আপনার আদর্শ কে? বা কাকে দেখে আপনি ক্রিকেটার হওয়ার ইচ্ছা জাগে।
সাকিব: ওভাবে তো তখন খেলা দেখার সুযোগ হয়নি। ছোট ছিলাম অনেক। ওই সময় এত ইন্টারন্যাশনাল ম্যাচ হতো না, দেখারও তেমন সুযোগ ছিল না। তবে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ বেশি দেখা হতো। ওখানে সাঈদ আনোয়ারের খেলা ভালো লাগতো, সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরাম, শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়। এদের খেলাই বেশি দেখা হতো।

প্রশ্ন: বাংলাদেশ দলের সবচেয়ে অগোচালো খেলোয়াড় কে?
সাকিব: আমি

প্রশ্ন: কেন?
সাকিব: কারণ, আমি কোনো কিছুই ড্রেসিং রুমে গুছিয়ে রাখি না। সবকিছু ছড়ানো ছিটানো থাকে।

প্রশ্ন: ফুটবল, ব্যাডমিন্ট নাকি সাঁতার?
সাকিব: ফুটবল

প্রশ্ন: লর্ডস না ওভাল?
সাকিব: লর্ডস

প্রশ্ন: সবচেয়ে স্মরণীয় জয় কোনটি ছিল?
সাকিব: ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যেটাতে জিতে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাই।

প্রশ্ন: ব্রায়ান লারা না শচিন টেন্ডুলকার?
সাকিব: ব্রায়ান লারা

Powered by