বাংলাদেশ

বাগাতিপাড়ায় কৃষক পেল সার ও বীজ

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৭:১২:১২ প্রিন্ট সংস্করণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, ভাইস চেয়ারম্যান আঃ হাদি, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা প্রমূখ। এসময় ২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার মোট ২ হাজার দুইশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এক হাজার ২ শত জনের মাঝে ৫ কেজি করে উপসি ধানের বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি এবং ১ হাজার জনের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by