খুলনা

বাগেরহাটে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৭:৩৪:৩১ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার কৃষকরা চলতি আমন মৌসুমে জমি রোপণে ব্যস্ত সময় পার করছেন। বিরামহীন বৃষ্টি, প্রাকৃতিক দূর্যোগ ও বিশ্ব মহামারি করোনাভাইরাসের সঙ্গে মোকাবিলা করে চাষাবাদের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। আষাঢ়-শ্রাবণ মাসের বৃৃষ্টি তাদের দমাতে পারেনি। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে আমন ধানের চারা রোপণ করতে ব্যস্ত সময় যাচ্ছে কৃষাণ-কৃষাণীর। স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা যায়, বিগত কয়েক বছর ধরে বীজ, সার, কীটনাশক ও মজুরি দিয়ে ধান চাষে তাদের লোকশান গুনতে হয়েছে। বাজার ব্যবস্থাপনা গোজামিল থাকায় চাষে খরচের টাকাও ঘরে তুলতে পারেনি তারা। তবে গেল রবি মৌসুমে বোর ধানের দাম ভালো পাওয়ায় এবং করোনার কারণে এবার আমন চাষ একটু বেড়েছে। কৃষকদের চাষের প্রতি আগ্রহ কমলেও রোপা মৌসুম আসলে কেউ বসে থাকতে পারেনা। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চার দিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত এবং জোয়ারের পানিতে জেলার বিভিন্ন এলাকায় নিম্ন অঞ্চলে বেশকিছু আমন ধানের বীজতলা ডুবে গেলেও ভাটার সময় পানি নেমে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় এ বছর চার হাজার ২৮২ হেক্টর জমিতে আমন ধানের বীজতলা তৈরি করার লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৪০৭ হেক্টর জমিতে বেশি বীজতলা তৈরি করা হয়েছে। জেলায় ৭৪ হাজার ৫৩০ হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে ২১ হাজার ১৩৭ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে। বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর জানান, বৃষ্টিপাতের কারণে জমির লবণাক্ততা কমছে। তবে এভাবে আর কয়েকদিন বৃষ্টিপাত চলতে থাকলে নিম্ন এলাকায় আমন ধানের বীজতলা পানিতে নিমজ্জিত হতে পারে।

আরও খবর

Sponsered content

Powered by