খুলনা

বাগেরহাটে জেলের জালে উঠল মৃত ডলফিন

  প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৬:০০:১৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে একটি মৃত ডলফিন পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে পানগুছি নদী সংলগ্ন মোরেলগঞ্জ শহরের বারুইখালী নামক স্থানে ঝাকি ( খেওলা) জাল খেও দিয়ে ডলফিনটি পান মাওলানা আব্দুল হাই নামের এক ব্যক্তি।  ৩ ফুট লম্বা ডলফিনটির ওজন ৭ কেজি ৩শ গ্রাম।

স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুল হাই বলেন, পানগুছি নদীতে জাল খেওয়াচ্ছিলাম। হঠাৎ করে জালে একটি মৃত ডলফিন ওঠে। ডলফিনটি মনে হয় দুয়েকদিন আগে মারা গেছে। ডলফিনটির শরীর ফুলে উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে লোক এসেছিল। তারা দেখে আবার চলে গেছেন। কী করব তা কিছু বলেননি তারা।

মোরেলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, মৃত ডলফিনের বিষয় শুনে আমাদের লোক পাঠিয়েছিলাম। ডলফিনের বংশ বিস্তারের জন্য বন বিভাগ যেহেতু সুন্দরবন সংলগ্ন শেলা ও দুধমুখীর নদীর কিছু অংশ অভয়াশ্রম ঘোষণা করেছে। তাই বিষয়টি তারা দেখবেন, আপনারা বন বিভাগকে ফোন দিন। যদি বন বিভাগ কোনো ব্যবস্থা না নেয় তাহলে মাটি চাপা দেওয়ার জন্য স্থানীয়দের অনুরোধ করেছি।

বন বিভাগের লোক পাঠিয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।

আরও খবর

Sponsered content

Powered by