খুলনা

বাগেরহাটে টানা বর্ষণ ও জোয়ারের পানিতে সবজি ও ধানের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৭:৪৭:১৪ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নানা প্রজাতির সবজি ও ধানের বীজতলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর পানি কমতে শুরু করার সাথে সাথে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। বিভিন্ন প্রজাতির সবজি গাছের শিকড় পচে যাওয়ায় রোদ ওঠার সাথে সাথে ঢলে পড়ছে গাছগুলো। এছাড়া জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে আমনের বীজতলা নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় ৫২ হাজার ৩০৯ হেক্টর জমিতে আউশ ধান, রোপা আমন ধান, বিভিন্ন সবজি, পান, আখ ও মরিচ রয়েছে। অবিরাম বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এর মধ্যে সাড়ে নয় হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে ৬৯৭ হেক্টর আমনের বীজতলা রয়েছে। যার ফলে আমন রোপনের লক্ষমাত্রা অর্জিত হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে এবারের জেলায়ারে ২৫ হাজার ৩৬৮ জন চাষির ১৭ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রঘুনাথ কর বলেন, ‘‘বাগেরহাটের ৫২ হাজার ৩০৯ হেক্টর ফসলি জমির মধ্যে জোয়ারের পানিতে নয় হাজার ৫০০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১৭ কোটি ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Powered by