চট্টগ্রাম

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৬:০৫:১৭ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান রোয়াংছড়ি বাজারে খাস জায়গার উপর দুইজন নব-মুসলিমদের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত ঘর নির্মানে উপজাতি সন্ত্রাসীদের বাধা প্রদানের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। ১১ই সেপ্টেম্বর সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন ১০ সেপ্টেম্বর ২০২২) রোয়াংছড়ি বাজারে পিছনে ভরা খাল নামক ৫.০০(পাঁচ) একর খাস জায়গার উপর দুই জন নব-মুসলিম সহ মোট ১৭ পরিবারের জন্য সরকারীভাবে ঘর নির্মাণ করার জন্য রোয়াংছড়ি সদর ইউপি’র হেডম্যানের দেখানো মতে উপজেলা প্রশাসন উক্ত খাস জায়গায় সরকারীভাবে ঘর করে দেওয়ার উদ্যোগ নেন ।

প্রথমে ৩৭ শতক জায়গার উপর নব-মুসলিম ১) মশিচন্দ্র ত্রিপুরা বর্তমান নাম- নজরুল(৫৫), সাং-সাধু হেডম্যান পাড়া, ২) প্রাইপ্রু ত্রিপুরা বর্তমান নাম- আঃ রহমান(৫২), সাং-তুলাছড়ি পাড়া, থানা-রোয়াংছড়ি, জেলা- বান্দরবানদের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নিলে উক্ত সংবাদ সদর ইউপি’র ১নং ওয়ার্ড, রোয়াংছড়ি মার্মা সম্প্রাদায়ের পাড়া বাসী জানতে পারার পর সকাল ৯.০০ ঘটিকায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মার্মা সম্প্রাদায়ের লোকজন গোপনীয় ভাবে বৈঠক করেন যে, উক্ত খাস জায়গায় মার্মা সম্প্রাদায়ের লোকজন তাদের শ্মশান করার জন্য নির্ধারণ করে রেখেছেন এবং নব-মুসলিমসহ ১৭ পরিবারের জন্য নির্ধারনকৃত খাস জায়গাটি রোয়াংছড়ি মার্মা সম্প্রাদায়ের পাড়াবাসী সরকারী ঘর নির্মাণ করতে দিবে না বলে জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজি মুজিবুর রহমান এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের সহসভাপতি হাজী আব্দুস শুক্কুর, নুরুল আলম, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল, জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, মিজানুর রহমান আখন্দ, বান্দরবান সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল হক, পৌরসভা সভাপতি শামসুল হক সামু, সাধারণ সম্পাদক এরশাদ চোধুরীসহ জেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by