চট্টগ্রাম

বান্দরবানে পাহাড়ী বন থেকে বিরল প্রজাতির “লজ্জাবতি” বানর উদ্ধার 

  প্রতিনিধি ৪ মে ২০২৩ , ৬:০৭:০৪ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানে সদর উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড  উজি ভিতর পাড়ার পাহাড়ি বন থেকে একটি বিরল প্রজাতি”লজ্জাবতি বানর ”  উদ্ধার করেছে বান্দরবান পাল্পউড বন বিভাগ।
বৃহস্পতিবার (৪মে) সকালে বান্দরবান সদর ইউনিয়ন উজি ভিতর পাড়া থেকে বিরল বিপন্ন প্রজাতির এই লজ্জাবতি বানরটি উদ্ধার করা হয়।
বান্দরবান পাল্পউড বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা অভিজিৎ কুমার বড়ুয়া জানান, গত ১মে উজি ভিতর পাড়াবাসী বনের তরিতরকারী খুঁজতে পাড়ার পাশের বনে গেলে সেখানে এই লজ্জাবতি বনরটিকে দেখতে পায়। পরে পাড়াবাসীর উক্যমং মারমা  বন বিভাগের কাছে খবর দিলে আজ বন বিভাগের  উদ্ধারকারী দল উজিভিতর পাড়া থেকে বানরটিকে উদ্ধার করে বান্দরবান সদর পাল্পউড অফিসে নিয়ে আসা হয়। বঙ্গবন্ধু সাফারী পার্কের কর্মকর্তা সাথে যোগাযোগ করে আজ বিকালের মধ্যে সাফারি পার্কের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
উক্যমং মারমা বলেন, গত ১মে আমাদের পাড়ার কয়েজন তরুণ পাশের বনে তরকারী খুঁজতে গেলে বিরল প্রজাতি এই বানরটিকে ধরে গ্রামে নিয়ে আসা হয়।  খরব পেয়ে বানরটিকে নিজ হেফাজতে রেখে  বন বিভাগকে জানানো হলে বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা  অভিজিৎ বড়ুয়া নেতৃত্বে, পাইংক্ষ্যং রেঞ্জ অফিসার অসীম বাড়ৈ, ও বনবিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে  আজ ৪মে সকাল ৯ঘটিকায় হস্তান্তর করাহয়।
বান্দরবান  বন বিভাগের “পাল্পউড প্লান্টেশন” বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বান্দরবান জেলায় এই বিরল প্রজাতির দেখা পাওয়া এখন দুষ্কর। এই দুষ্কর এবং বিরল প্রজাতির একটি লজ্জাবতি বানর উজিভিতর পাড়া থেকে আজ সকাল নয়টার সময়   উদ্ধার করে বর্তমানে জেলা সদর অফিসে রাখা আছে। বানরটিকে  কক্সবাজার বঙ্গবন্ধু সাফারী পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের ব্যাপারে ইতোমধ্যে আলাপ করা হয়েছে। তাদের পক্ষ থেকে ইতিবাচক  পেলেই  আজকের মধ্যেই তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content

Powered by