রংপুর

বীরগঞ্জে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪৫:৪২ প্রিন্ট সংস্করণ


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

বুধবার বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মনোরঞ্জন শীল গোপাল। ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. দলিল উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজকুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক সম্পাদক নুর ইসলাম নূর, বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির পরিচালনা করেন শতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়।

Powered by