রাজশাহী

বেলকুচিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের মাঠে সাংসদ মমিন মন্ডল

  প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২১ , ১১:৪০:১০ প্রিন্ট সংস্করণ

 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের বেলকুচিতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল ।

শনিবার দুপুরে তিনি আটারদাগ, দৌলতপুর ও ধুকুরিয়া বেড়া এলাকায় ফসলের মাঠে গিয়ে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন। এসময় ক্ষতিগ্রস্ত প্রায় ২৫শ’ হেক্টর ধানের জমির মালিকদের নাম তালিকা করে সরকারী সহায়তা দেবার আশ্বাস দেয়া হয়। এছাড়া কৃষি দপ্তর থেকে অন্যান্য সরকারী সকল সুবিধা প্রদানে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ বরাদ্দ দেবারও প্রতিশ্রুতি দেন এমপি আবদুল মমিন মন্ডল।

এসময় বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, চৌহালী উপজেলা আ’লীগের সভাপতি তাজ উদ্দিন, এনায়েতপুর থানা আ’লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী, আ’লীগ নেতা সুলতান মাহমুদ ও খোশেদ আলম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যার দিকে আকস্মিক শিলা বৃষ্টিতে বেলকুচি ও এনায়েতপুর থানা এলাকা অন্তত ৮টি স্থানে ধানের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ ও এলাকার কৃষকদের আহাজারি দেখতে শনিবার দুপুরের দিকে সরেজমিন পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল।

আরও খবর

Sponsered content

Powered by