শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সবধরনের পরীক্ষা বন্ধ ঘোষণা

  প্রতিনিধি ৮ মার্চ ২০২১ , ৮:৪৩:১৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যায়নরত শিক্ষার্থীদের সকল ধরনের পরীক্ষা ২৩ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (০৮ মার্চ) নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জানিয়েছে ইউজিসি কর্তৃপক্ষ।

ওই নির্দেশনায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ব্যতিত ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট নির্দেশনার কপি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার কর্তৃক পাঠানো হয়েছে বলেও ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী ২৪ মে থেকে দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছেন। সেসময় তিনি জানান, আগামী ১৭ মে খুলে দেয়া হবে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল।

আরও খবর

Sponsered content

Powered by