রংপুর

বোদায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২১ , ৬:৫৪:২৬ প্রিন্ট সংস্করণ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় ২০২১-২০২২ অর্থবছরের রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার এবং কৃষি যান্ত্রিকীরণের আওতায় ভর্তুকি মূল্যে একটি কম্বাইন্ট হারভেষ্টার (ধান কাটা মেশিন) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বোদা উপজেলা কৃষি অফিস চত্বরে এসকল সার ও বীজ এবং কম্বাইন্ট হারভেষ্টার বিতরণ করা হয়। উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে এসকল গম, ভুটা ও সরিষার বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়। প্রতি কৃষকের মাঝে ৩০ কেজি সার, ২০ কেজি গম বীজ, ৩ কেজি ভুট্টা বীজ এবং ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, উপজেলা কৃষি অফিসার আল মামুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by