চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম্য চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে

  প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৫:২৭:৩০ প্রিন্ট সংস্করণ

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম্য ডাক্তারের ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মৃত আবদুল মালেক মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়ার (৩২) ভুল চিকিৎসায় মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাজারে শাহজালাল মেডিকেল ফার্মেসির চিকিৎসক এম এ মামুনের স্মরণাপন্ন হলে পল্লী চিকিৎসক এম এ মামুন স্যালাইন দিয়ে তার চেম্বারে শুয়ে রাখে। কিছুক্ষণ পর রোগীর সারা শব্দ না পেয়ে চিকিৎসক রোগীর বাড়িতে খবর পৌঁছায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যেতে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভুল চিকিৎসায় মৃত মো. জালাল মিয়ার বড় ভাই মজনু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমার ভাই সুস্থ ছিল, সে বাজারে ব্যবসা করে। আজকে সকালে তার ফার্মেসিতে গেলে পল্লী চিকিৎসক তাকে শরীর দুর্বলতার কথা বলে স্যালাইন দিয়ে শুয়ে রাখে। চিকিৎসক আমার বাড়িতে খবর পাঠায় আমার ভাই খুবই অসুস্থ।

তাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। আমরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান সে আরো আগেই মারা গেছেন। আমরা গ্রামের শালিসকারকদের জানালে তারা পল্লী চিকিৎসককে চাপ দিলে পল্লী চিকিৎসক এম এ মামুন ভুল স্বীকার করেন। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বিষয়টি ধামাচাপা দিতে গ্রামের শালিসকারকদের মাধ্যমে রফাদফা করেন। নাটাই উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বলেন,আমাকে রোগীর স্বজনরা জানিয়েছেন ভুল স্যালাইন মামুন নামের একজন গ্রাম্য ডাক্তার রোগীর শরীরে পুশ করার কারনে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, ঢাকা থেকে চিকিৎসা করে এনে বাড়িতে পল্লী চিকিৎসকের মাধ্যমে ইনজেকশন দেয়ার পর মারা গেছে। এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by