সিলেট

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত বাদলের দাফন সম্পন্ন

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৪:২৩:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে নিহত শ্রমিক বাদল মিয়ার (২৪) গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার লৌলারচর গ্রামের মাঠে নামাজে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন শ্যামারচন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমদ। জানাজায় স্থানীয় হেফাজতের নেতৃবৃন্দসহ হাজারো শোকাহত তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

নিহত বাদল মিয়া লৌলারচর গ্রামের জাবির হোসেনের (দাবির) বড় ছেলে।

নিহতের বাবা জানান, দুই ছেলের মাঝে বড় ছেলে বাদল মিয়া প্রায় তিন বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পলিথিন ফ্যাক্টরিতে চাকরি করত। শনিবার দুপুরে মোবাইলে কল দিয়ে মিছিলে যাওয়ার খবর জানিয়ে ছিল। রাতে খবর পায় আমার ছেলে পুলিশের গুলিতে মারা গেছে।

সকাল ১১টায় নিহত বাদলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা, ভাই-বোন ও স্বজনদের আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে।

আরও খবর

Sponsered content

Powered by