চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা কেজির চাল বিতরণ শুরু

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৭:০০:৪৮ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা কেজির চাল বিতরণ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্রদের মাঝে ন্যায্য মূল্যে ১০ টাকা কেজি চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজার ও বুধল বাজারে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক। এ সময় উপস্থিৎ ছিলেন বুধল ইউনিয়ন পরিষদের সচিব মো. সুমন পারভেজ, ডিলার মো. জাকির হোসেন ও সালাহউদ্দিন আহমেদ। উদ্বোধনীতে চেয়ারম্যান আবদুল হক বলেন, ‘শেখ হাসিনার বাংলাদেশ খাদ্যে শষ্যে ভরা দেশ’ এই ¯েøাগানকে সামনে রেখে সারা দেশেই হতদরিদ্রদের মাঝে ন্যায্য মূল্যে ১০ টাকা কেজি চাল বিতরণ পুনরায় শুরু হয়েছে। আমাদের নেতা সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নেতৃত্বে ও তাঁর নির্দেশনায় আমার ইউনিয়নের প্রাপ্ত ১৩৭৪ জন হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। তিনি আরো বলেন, আমার ইউনিয়নে যে পরিমাণ হতদরিদ্র সংখ্যা আছে সে অনুযায়ী কার্ড বিতরণ করা হয়েছে তা খুবই কম। আমার ইউনিয়নে আরো কার্ড বাড়ানোর জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী যেভাবে হতদরিদ্রদের মাঝে ন্যায্য মূল্যে চাল বিতরণ করছেন তা আর কোন সরকারের আমলে করা হয়নি। এ ছাড়াও সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন, নাটাই দ. ইউনিয়ন, সুলতানপুর ইউনিয়ন ও মাছিহাতা ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ন্যায্য মূল্যে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ উদ্বোধন করা হয়।

Powered by