ভারত

ভারতের মন্ত্রিসভায় কেন বড় পরিবর্তন?

  প্রতিনিধি ৭ জুলাই ২০২১ , ৭:০৪:০৬ প্রিন্ট সংস্করণ

ছবি : সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় আজ বুধবার বড় রদবদল হচ্ছে। করোনাভাইরাস মোকাবিলা, প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যের উর্ধ্বগতি ও নানা ইস্যুতে ব্যাপক সমালোচনার মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনছে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। এর ফলে মন্ত্রিসভায় নতুন করে ৪৩ জন স্থান পাচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে’র প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ ১১ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। পাশাপাশি মন্ত্রিসভার অনেকে পাচ্ছেন পদন্নোতি। আজ সন্ধ্যায় মন্ত্রিসভায় নতুন যে ৪৩ জন শপথ গ্রহণ করবেন তারা হলেন-

১. নারায়ণ টাটু রাণে

২. সর্বানন্দ সোনওয়াল

৩. বীরেন্দ্র কুমার

৪. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

৫. রামচন্দ্র প্রসাদ সিংহ

৬. অশ্বিনী বৈষ্ণব

৭. পশুপতি কুমার পারস

৮.কিরেন রিজুজু

৯. রাজকুমার সিংহ

১০. হরদীপ সিংহ পুরী

১১. মনসুখ মান্ডব্য

১২. ভূপেন্দ্র যাদব

১৩. পরসোত্তম রুপালা

১৪. জি কিষেণ রেড্ডি

১৫. অনুরাগ সিংহ ঠাকুর

১৬. পঙ্কজ চৌধুরী

১৭. অনুপ্রিয়া সিংহ প্যাটেল

১৮. সত্যপাল সিংহ বাঘেল

১৯. রাজীব চন্দ্রশেখর

২০.শোভা করন্ডালাজে

২১. ভানুপ্রতাপ সিংহ বর্মা

২২. দর্শনা বিক্রম জারদোসা

২৩. মীনাক্ষী লেখি

২৪. অন্নপূর্ণা দেবী

২৫. এ নারায়ণস্বামী

২৬. কুশল কিশোর

২৭. অজয় ভট্ট

২৮. বি এল ভার্মা

২৯. অজয় কুমার

৩০. চৌহান দেবুসিন

৩১. ভগবত খুবা

৩২. কপিল মোরেশ্বর পাটিল

৩৩. প্রতীমা ভৌমিক

৩৪. সুভাষ সরকার

৩৫. ভগবত কিষাণরাও কারাদ

৩৬. রাজকুমার রঞ্জন সিংহ

৩৭. ভারতী প্রবীন পাওয়ার

৩৮. বীরেশ্বর টুডু

৩৯. শান্তনু ঠাকুর

৪০. মাঞ্জাপাড়া মহেন্দ্রভাই

৪১. জন বার্লা

৪২. এল মুরুগান

৪৩. নিশীথ প্রামাণিক

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে যারা পদত্যাগ করেছেন তারা হলেন-

১. হর্ষ বর্ধন (কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী)

২. বাবুল সুপ্রিয় (কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী)

৩, অশ্বিনী কুমার চৌবে (কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী)

৪. রমেশ পোখরিয়াল নিশঙ্ক (কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী)

৫. সন্তোষ গাংওয়ার (কেন্দ্রীয় শ্রমমন্ত্রী)

৬. দেবশ্রী চৌধুরী ( কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী)

৭. রতন লাল কাটারিয়া (কেন্দ্রীয় জলশক্তি বিষয়ক প্রতিমন্ত্রী)

৮. সদানন্দ গৌড়া (কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী)

৯. থোয়ার চান্দ গেহলোট (সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী)

১১. প্রতাপ সারাঙ্গি (কেন্দ্রীয় পশুসম্পদ, মৎসসম্পদ, দুগ্ধ শিল্প ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগ বিষয়ক মন্ত্রী)

১২. রায় সাহেব দানবে পাটিল (কেন্দ্রীয় ভোক্তা, খাদ্য ও গণবণ্টন বিষয়ক প্রতিমন্ত্রী মন্ত্রী)

১৩. সঞ্জয় ধৌত্র (কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী)

ভারতে দৈনিক করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা গত এপ্রিল-মে মাসে ভয়াবহ আকার ধারণ করে। জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ লাখ থেকে ৪ লক্ষাধিক মানুষ। দৈনিক মৃত্যুর সংখ্যাও ছিল ৪ হাজারেরও বেশি।

এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় অভ্যন্তরীণ রাজনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে। চলমান এই সমালোচনার মধ্যেই আজ পদত্যাগ করেন মন্ত্রীরা।

আরও খবর

Sponsered content

Powered by