আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠল বালি দ্বীপ

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২১ , ৪:৫৪:৩৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ৪ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে তিন বছরের এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ভূমিকম্প আঘাত হানে বলে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮। শনিবার স্থানীয় সময় ভোরের দিকে ভূমিকম্পটি বানজার ওয়াংসিয়ানে আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল বালির বন্দর শহর সিংগারাজা থেকে ৬২ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে। গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দ্বীপটির পূর্বদিকের কারাঙ্গাসেম ও বাংলি জেলার।

ভূমিকম্পের কারণে দ্বীপের অনেকে আতঙ্কে রাস্তা নেমে আসেন। বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়। আঘাত হানায় বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্তূপে চাপা পড়া গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by