খুলনা

ভোমরা বন্দর দিয়ে এলো ৬ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ

  প্রতিনিধি ১০ আগস্ট ২০২১ , ৪:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশীয় বাজারে দাম বাড়ায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে ছয় ট্রাক কাঁচা মরিচ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। দেশে এই কাঁচা মরিচ বিক্রি হবে প্রতি কেজি ৮০-৯০ টাকায়।

সাতক্ষীরা বড় বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, বর্তমানে দেশীয় কাঁচা মরিচ বাজারে প্রতি কেজি পাইকারি বিক্রি হচ্ছে ১২০ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকা। পাঁচ দিন আগে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৯০-৯৫ টাকায়। বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় এখন প্রতি কেজিতে ২৫-৩০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানির খবর জানা নেই। তবে আমদানি হলে দেশীয় কাঁচা মরিচ বিক্রি কমে যাবে।

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, অতিবৃষ্টির কারণে দেশের কাঁচা মরিচের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে গাছ মরে গেছে। এ কারণে দেশের অভ্যন্তরীণ বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। আজ থেকে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে।

তিনি বলেন, প্রথম দিনে ছয় ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। দুপুর ২টার দিকে কাঁচা মরিচের ট্রাকগুলো দেশে প্রবেশ করে। প্রতি ট্রাকে ৬-৭ টন কাঁচা মরিচ রয়েছে। বন্দর এলাকায় আমদানি করা কাঁচা মরিচ বিক্রি করা হবে প্রতি কেজি ৮০-৯০ টাকায়।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন জানান, আজ ছয় ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। দিন শেষে জানা যাবে, কত ট্রাক কাঁচা মরিচ আমদানি হলো।

আরও খবর

Sponsered content

Powered by