বরিশাল

ভোলায় ৪ হাজার কেজি মাছ জব্দ

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৭:২৩:০০ প্রিন্ট সংস্করণ

নিয়াজ মাহমুদ জয়, ভোলা প্রতিনিধি:
ভোলায় ইলিশ ও পোয়াসহ ৪ হাজার কেজি মাছ জব্দ করেছে কোস্টগার্ড। জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নদীতে সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ডের নিয়মিত অভিযানে অংশ হিসেবে বুধবার ৫ এপ্রিল রাতে ভোলার ইলিশা এলাকায় হাকিমুদ্দিন হতে ঢাকা গামী একটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে আনুমানিক ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির (ইলিশ, পোয়া ও তাপসী) মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা (লে. বিএন) কাজী আল-আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটিম ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করিয়া। ৪ হাজার কেজি ইলিশ ও পোয়া মাছ জব্দ করা হয়। পরবর্তীতে ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসেন এর উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরিব দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা।

Powered by