বরিশাল

মঠবাড়িয়ায় জমিজমা বিরোধের জেরে হত্যাচেষ্টা, থানায় মামলা

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২০ , ৭:৪০:৩৪ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আন্ধারমানিক গ্রামের মৃত মোহাজ্জেল খানের ছেলে বাবুল খাঁন (৪০) এর সাথে একই গ্রামের মোফাজ্জেল খানের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে এলোপাতারি কুপিয়ে মারাতœক জখম করে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় যে, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে মোফাজ্জেল খাঁনের পুত্র মহসিন খাঁন (৩০) জুয়েল খাঁন (৩২) এবং মনির (৩২) ও ইসমাঈল আকনের ছেলে মুন্না (২০) দেশীয় ধাড়ালো অস্ত্র নিয়ে বাবুল খাঁনকে হত্যার উদ্দেশ্য কোপাতে থাকে এসময় বাবুল খাঁনের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দূর্বৃত্তরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী তাৎক্ষনিক বাবুল খাঁনকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে স্থানান্তর করেন। এঘটনায় আহত বাবুল খাঁনের মা শাফিয়া বেগম বাদী হয়ে উল্লিখিত ৪জনকে আসামী করে বুধবার সকালে মঠবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন (মামলা নং ৬)।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এ.জেড.এম.মাসুদুজ্জামান মিলু জানান, ভিকটিমের জবানবন্দি অনুসারে মোফাজ্জেল খাঁনের ছেলে জুয়েল খাঁন (৩২) এবং ইসমাঈল আকনের ছেলে মুন্না (২০) কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Powered by