ঢাকা

মধুপুর পৌরসভার বাজেট ঘোষণা

  প্রতিনিধি ৫ জুলাই ২০২১ , ৬:৩২:২৮ প্রিন্ট সংস্করণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ১’শ ১১ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ১শ ৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

পৌরসভা কক্ষে স্বাস্থ্যবিধি মেনে মেয়র সিদ্দিক হোসেন খান ১’শ ১১ কোটি ৪৮ লক্ষ ৫৯ হাজার ১শ ৪৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে মোট আয় ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৪৯৯ টাকা ও উন্নয়ন আয় ১ শ ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার ৫’শ টাকা, মূলধন খাতে মোট আয় ৬০ লাখ, আগত তহবিলে ৪ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ১৫০ টাকা, সর্ব মোট আয় ১শ ১১ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ১ শ ৪৯ টাকা। রাজস্ব খাতে মোট ব্যায় ৪ কোটি ৭০ লাখ ৩৫ হাজার টাকা, উন্নয়ন খাতে মোট ব্যায় ১শ ১ কোটি ৫০ লাখ টাকা, মূলধন খাতে মোট ব্যায় ২৫ লাখ টাকা, সর্বমোট ব্যায় ১০৬ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা।

পৌর মেয়র সিদ্দিক হোসেন খানের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা আ.লীগের সহ সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সচিব মনিরুজ্জামান, প্যানেল মেয়র ফারুক হোসেন, কাউন্সিলর আমজাদ হোসেন, লাল মিয়া, বিল্লাল হোসেন সহ অন্যান্যরা।

 

পৌর মেয়র সিদ্দিক হোসেন খান তিনি জানান, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পৌরসভার সকল কাউন্সিলর সহ পৌরবাসীকে সাথে নিয়ে নতুন বাজেটে মধুপুর পৌরসভা কে একটি মড়েল আধুনিক পৌরসভায় রূপান্তর করব। আমাদের মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য মাননীয় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপির স্বাপ্নের সুন্দর মাদকমুক্ত মধুপুর পৌরসভা গড়ে তুলব। এসময় কাউন্সিলর বেশর আলী, মহিলা কাউন্সিলর মালেকা বেগম, সাংবাদিক হাফিজুর রহমান, উপজেলা যুবলীগ নেতা সুজন পাল ও পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by