ঢাকা

মনোহরদীতে জোরপূর্বক ভোট কাটার অভিযোগ

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২১ , ৭:২৪:০৭ প্রিন্ট সংস্করণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে জোরপূর্বক ভোট দেওয়া‌কে কেন্দ্র ক‌রে এক মেম্বার প্রার্থী ভোট বর্জন করেছেন। দুই প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে উপ‌জেলার শুকুন্দী ইউ‌নিয়‌নের বালিয়াকান্দা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে এ ঘটনা ঘ‌টে।

জানা গে‌ছে, কেন্দ্রে জোরপূর্বক ভোট প্রদান‌ করেন মোরগ প্রতীকের প্রার্থী নূরুল হকের কর্মীরা। এনিয়ে ফুটবল প্রতীকের প্রার্থী বাছেদ প্রধানের কর্মী-সমর্থক‌দের ম‌ধ্যে বাগ‌বিতণ্ডার একপর্যা‌য়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে। জোরপূর্বক জাল ভোট দেওয়ায় বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তার কাছে বারবার অভিযোগ করেও কোন ব্যবস্থা নেননি তিনি।
ভোটাররা জানান, মোরগের কর্মীরা প্রকা‌শ্যে সিল দিচ্ছিল।

এতে ফুটবল প্রার্থীর কর্মীরা বাঁধা দি‌লে তার এজেন্ট বের করে দেওয়া হয়। এবং প্রার্থীর ভাইকে মারধরও করা হয়েছে।
জানতে চাইলে শুকুন্দী ইউ‌নিয়‌নের বালিয়াকান্দা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাই‌ডিং কর্মকর্তা আ‌ল আমিন তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।

আরও খবর

Sponsered content

Powered by