ঢাকা

মনোহরদীতে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান

  প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ৫:৩২:৫০ প্রিন্ট সংস্করণ

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী। রবিবার বিকেলে কাচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন খান কনকের উদ্যোগে বাল্য বিয়ের আয়োজনের বন্ধ করা হয়। উপজেলার কাচিকাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রবিবার বিকেলে কালিয়াকুড়ি গ্রামের আব্দুল আউয়াল তাঁর অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে দেওয়ার সকল আয়োজন করেন। কিন্তু এ খবর পৌঁছে যায় কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন খান কনকের কাছে। এরপর ওই এলাকায় খোঁজ খবর নেন চেয়ারম্যান। বিষয়টি স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে অবশেষে এ বিয়ে বন্ধ করা হয়।

ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন খান কনক জানান, বাল্য বিয়ের খবর পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে বুঝিয়ে শুনিয়ে বিয়ের সমস্ত আয়োজন বন্ধ করি। এ সময় বরের মা এবং কনের বাবাকে বাল্য বিয়ের অপরাধে জড়িত হবে না মর্মে মুচলেকা দেন।

আরও খবর

Sponsered content

Powered by