খুলনা

মহম্মদপুরে নাটা গাড়ির  চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২১ , ২:৩০:২৮ প্রিন্ট সংস্করণ

মহম্মদপুর (মাগুরা)প্রতিনিধি:

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মৌফুলকান্দি  এলাকার মুজিব সড়কে শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার  নাটা গাড়ির (ট্রলি) ধাক্কায় পরশ মনি (১২) নামের বাইসাইকেল আরোহী এক  স্কুল ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। পরশ মনি মৌফুলকান্দি গ্রামের ভ্যান চালক দুখু মিয়ার ছেলে। সে পলাশবাড়িয়া স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শেণির ছাত্র।
পুলিশ ও কয়েকজন স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার সময় পরশ বাইসাইকেল যোগে ডাঙ্গাপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিল। মৌফুলকান্দি এলাকার  মুজিবসড়কে পৌছালে ইটভাটায় মাটি পরিবহনের কাজে নিয়োজিত  বিপরীত দিক থেকে আসা  দ্রুতগামী শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার  অবৈধ নাটা গাড়ি (ট্রলি) পরশের বাইসাইকেলে ধাক্কা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এঘটনায় বিক্ষুব্ধ লোকজন গাড়িতে আগুন ধরিয়ে দেয়।  দুর্ঘটনার পর গাড়ি চালক পালিয়ে যায়।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by