রাজশাহী

মহাদেবপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে খাদ্য বিতরণ

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২০ , ৫:০১:২৯ প্রিন্ট সংস্করণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে উপজেলার শিবগঞ্জ এলাকার আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। প্রায় ৫০টি পরিবার বাঁধের রাস্তায় আশ্রয় নিয়েছেন। কয়েক দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা নদীর পানির প্রচন্ড চাপে গত মঙ্গলবার শিবগঞ্জ এলাকার আত্রাই নদীর বেড়ি বাঁধটি ভেঙ্গে যায়। বাঁধ ভাঙ্গার ফলে কিছু সময়ের মধ্যে ঐ এলাকায় বসবাসরত প্রায় ৫০টি পরিবারের বাড়ি-ঘর বন্যার পানিতে প্লাবিত হয়। প্লাবিত পরিবারগুলি বর্তমানে বাঁধের রাস্তায় অস্থায়িভাবে বাঁশ-খাম দিয়ে টিনের ঘর বানিয়ে ও তাবু টাঙ্গিয়ে বসবাসের ব্যবস্থা করছেন তারা।

বেড়ি বাঁধ ভাঙ্গার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারে ৫০ প্যাকেট সরকারি ভাবে শুকনা খাদ্য সামগ্রী ব্যবস্থা করেন। গত মঙ্গলবার সুন্ধায় স্থানীয় ইউপি মেম্বার মোঃ মকবুল হোসেন, শিবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন ও আব্দুর রশিদ চৌধুরী সহ স্থানী নেতৃবৃন্দ প্লাবিত পরিবারের মাঝে ৫০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

আরও খবর

Sponsered content

Powered by