রাজশাহী

মহাদেবপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড ও সনদপত্র বিতরণ

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২২ , ৭:২৩:৩৭ প্রিন্ট সংস্করণ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড ও ডিজিটাল সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহসিন আলী ও সাবেক কমান্ডার বদিউজ্জামান বদীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুক‚ল চন্দ্র সাহা বুদু ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, মহাদেবপুর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম প্রমুখ।

 

Powered by