দেশজুড়ে

মহেশপুরে ৫০ বছর পর অবহেলিত চন্ডিপুর গ্রামবাসী পেলো রাস্তা

  প্রতিনিধি ২৬ জুন ২০২০ , ৬:২৩:৪০ প্রিন্ট সংস্করণ

মহেশপুরে ৫০ বছর পর অবহেলিত চন্ডিপুর গ্রামবাসী পেলো রাস্তা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের অবহেলিত একটি গ্রাম চন্ডিপুর। দেশ স্বাধীনের পর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে নতুন নতুন রাস্তা হলেও চন্ডিপুর রাস্তার কথা কেউ ভাবেনি।

গ্রামের মানুষ গুলো দীর্ঘ ৫০ বছর কাদা আর পানির মধ্যে দিয়েই চলাচল করে আসছে। ইতি পূর্বে অনেক নেতাই প্রতিশ্রুতি দিয়ে ছিলেন রাস্তা নির্মানের। কিন্তু কোন নেতাই তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। অবশেষে গ্রামবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি এম,পি চঞ্চলই রক্ষা করলেন।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল হুদোর মোড় থেকে অবহেলিত চন্ডিপুর গ্রাম পর্যন্ত পিচ করণ রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেছেন। শুক্রবার দুপুরে হুদোর মোড়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত রাস্তা নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, জেলা পরিষদ সদস্য এম এ আসাদ, আওয়ামী লীগ নেতা ফজলু মেম্বার, ইউপি সদস্য অসীম মেম্বার, আব্দুল আজিজ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আনোয়ার জাহিদ শান্তি প্রমুখ। এর পুর্বে রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

আরও খবর

Sponsered content

Powered by