বাংলাদেশ

মাটি নিতে বাংলাদেশে আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৭:২৯:৫০ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকা আসছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ। এ সফরে দেশটি থেকে পলিমাটি আমদানি করতে সমঝোতা স্মারক সই করতে পারে বাংলাদেশ। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর দু’দিনের ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে আগামী ৯ ফেব্রুয়ারি ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

এ বৈঠক শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। গুরুত্ব পাবে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল, মৎস্য আহরণ, জনশক্তি রফতানি, বাণিজ্য সহযোগিতা ইত্যাদি বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়। মালদ্বীপ থেকে পলিমাটি আমদানি করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে এ সফরে।

আরও খবর

Sponsered content

Powered by