ঢাকা

মানবতার অনন্য দৃষ্টান্ত মুকসুদপুরের মাহাবুব বাবু

  প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৮:৪৪:৩১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

মানবিক ও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাহাবুব বাবু। যে কোন বিপদ—আপদে অসহায় মানুষকে দিন- রাত সেবা দিয়ে চলেছেন তিনি। যে কোন সময় ফোন পেলে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। নিজের সাধ্যের মধ্যে হলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। সাহায্যের হাত বাড়িয়ে দেন মাহাবুব বাবু। হাসপাতালে ভর্তি অসুস্থ অসহায় রোগীর সেবায়, মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তের জোগাড় করে নিঃস্বার্থভাবে মানুষকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। এ পর্যন্ত প্রায় দুই হাজার ব্যাগের ওপরে তিনি রক্তের যোগাড় করে দিয়েছেন এবং তার নিজের শরীর থেকেও তিনি এ পর্যন্ত ২৮ বার রক্ত দিয়েছেন। রাস্তায় পড়ে থাকা অসুস্থ পশুকে সেবা- যত্ন করে সুস্থ করে তোলা, অসহায় মানুষ পেলে তাদের সেবা-যত্ন করা, বিগত দিনে দেশজুড়ে ভয়াবহ করোনা মহামারীতে অসহায় মানুষের অক্সিজেন সেবা দিতে গিয়ে তিনি নিজেই করোনায় আক্রান্ত হয়ে ১২ দিন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরেন মাহবুব বাবু। যে কোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান। সিলেটে বন্যা কবলিত এলাকায় মাহাবুব বাবু সহ তার পাঁচ বন্ধু ব্যাপক ভূমিকা রাখেন। মাহাবুব বাবু একটি মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তার সংগঠনের নাম “মুকসুদপুর ক্লাব গোপালগঞ্জ” সেখানে মানবতার সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন তিনি, মুকসুদপুর ক্লাবের প্রতিটি সদস্য একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে, মুকসুদপুর ক্লাব, গোপালগঞ্জ অসহায় শিশুদের জন্য কাজ করে যাচ্ছে, বায়ুদূষণ রোধে ও অক্সিজেনের মাত্রা বাড়াতে গোপালগঞ্জ সহ মুকসুদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সাধারণ মানুষের মাঝে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে চলেছেন তিনি। পরিচ্ছন্ন জেলা ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিশোর অপরাধ নিরসনে ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেও তিনি কাজ করে যাচ্ছেন, ধর্মান্ধ ও জঙ্গী বিরোধী সচেতনতা বৃদ্ধি সহ অসহায় মানুষকে আইনী সহায়তা প্রদান, সন্তান বঞ্চিত পিতা—মাতাকে মানবিক সহায়তা প্রদান সহ সব ধরনের ইতিবাচক সেবা প্রদান করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা মানবিক মাহাবুব বাবু। শুধু তাই নয় দুরারোগ্য রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের সুচিকিৎসার উদ্যোগ নিতেও দেখা যায় তাকে। বরাবরের মতো শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে দাঁড়াতে ভুল করেননা মানবিক এই মানুষ। তিনি মহান আল্লাহর নিকট আজীবন এমনিভাবে অসহায় মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা পোষণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by