চট্টগ্রাম

মানবতার সেবায় ৬ বছরে ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ক্লাবের পদার্পণ

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৫:৫৭:১৮ প্রিন্ট সংস্করণ

মাহফুজুর রহমান, চাঁদপুর:

মানবতার সেবায় সাফল্যের ষষ্ঠ বছরে পদার্পন করলো ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ক্লাব’ নামের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন। এই উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানান আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটি।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা গ্রামে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করেন নেতৃবৃন্দ। এর মধ্যে- রক্তদাতাদের সম্মাননা প্রদান, সেরা ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান, অসহায়দের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মেধা সম্মাননা স্মারক এবং গুনীজন সংবর্ধনা সহ সমাজ উন্নয়নে নানান উদ্দীপণামূলক কার্যক্রম হাতে নেয় সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্রনী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস চন্দ্র সরকার, সিনিয়র শিক্ষক আবদুল বাতেন, দক্ষিণ মাথাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন মৃধা, সংগঠনের উপদেষ্টা মো.জসিম উদ্দিন শ্যামল, শামসুল আলম, নুরুজ্জামান মিয়াজী সহ বিশিষ্টজনরা।

‘হ্যাপি ফ্রেন্ডশিপ ক্লাবের পরিচালক গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় এসময় সংগঠনের সাধারণ সম্পাদক কবির হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মেজবাহ্ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহসীন মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব সরকার, জুবায়ের আহমেদ, কোষাধ্যক্ষ হৃদয় হোসেন, সহ-কোষাধ্যক্ষ জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক মো: সবুজ, সজল শিকদার, প্রচার সম্পাদক রায়হান শিকদার,সহ-প্রচার সম্পাদক তানজিল সুমন, সাংস্কৃতিক সম্পাদক সোহেল সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. হাফিজুর রহমান, সদস্য দ্বীন ইসলাম, আরিফ হোসেন, ফাহিম, মো. সাকিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানবপ্রেমে, মানবতার টানে অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‘হ্যাপি ফ্রেন্ডশিপ ক্লাব’ ২০১৮ সালে আত্নপ্রকাশের শুরু থেকে স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ সমাজের সুবিধা বঞ্চিত মানুষ, গরিব ও অসহায়দের কল্যানে কাজ করে আসছে। এর ধারাবাহিকতা বজায় রেখে সর্বদা মানব কল্যাণে ব্রত থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by