স্বাস্থ্য

মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেল ‘বঙ্গভ্যাক্স’

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২২ , ৫:১৭:৫৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

করোনাভাইরাস প্রতিরোধী টিকা ‘বঙ্গভ্যাক্স’ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে। দেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেডের এই টিকা তৈরি করেছে।

আজ রোববার বিকেলে বিষয়টি গণমাধ্যমকে জানান গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, অনুমোদনের বিষয়টি আজ দুপুরে তাদেরকে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন তারা।

 

এর আগে গত বছরের ২৩ নভেম্বর বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমতি দেয় বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

আরও খবর

Sponsered content

Powered by