রাজশাহী

মান্দায় নদী খননের মাটি বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৩ , ৮:৪৬:৫৬ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় ফকিন্নি নদীর খনন করা মাটি বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি খনন করা এ মাটি বিক্রি করা হলে নদীর পাড় আবারও ভাঙনের কবলে পড়বে। বিলিন হবে দুইধারের ফসলি জমি ও বসতবাড়ি। এ দাবি নিয়ে গতকাল সকালে নদীটির ত্রিমোহনী এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আব্দুস সালাম, মোজাম্মেল হক, আব্দুস সামাদ, আবু জাফর, নমির উদ্দিন, জমির উদ্দিন, মোতাহার হোসেন, একরামুল হক, আব্দুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, ফকিন্নি নদীর ত্রিমোহনী এলাকা থেকে ১৪ দশমিক ৪০০ কিলোমিটার এলাকা পুন:খনন করে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি খনন কাজ শেষ হয়েছে। এ অবস্থায় গত দু’দিন ধরে নদীর খনন করা মাটি নিলাম বিক্রির আহবান জানিয়ে মাইকিং করছে উপজেলা প্রশাসন। নদী সংলগ্ন নুরুল্লাবাদ গ্রামের বাসিন্দা আব্দুস সালাম দাবি করেন, খনন করা মাটি বিক্রি করা হলে নদীর পাড় আবারো নিচু হয়ে যাবে। বর্ষা মৌসুমে বন্যার পানি সহজেই বন্যানিয়ন্ত্রণ বাঁধে আঘাত হানবে। একই সঙ্গে ভাঙনের কবলে পড়বে দ্’ুধারের ফসলি জমি ও বসতবাড়ি। জনস্বার্থে মাটি বিক্রির সিদ্ধান্ত বাতিলের দাবি করেন তিনি। এ প্রসঙ্গে ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির মুন্সী বলেন, সরকারি যেসব জায়গায় নদী খননের অতিরিক্ত মাটি আছে সেগুলো বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ব্যক্তিমালিকানা সম্পত্তিতে থাকা মাটি বিক্রি করা হবে না। এর পরও জনস্বার্থে যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by