রাজশাহী

মান্দায় ভেড়া পেল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ১৯০ পরিবার

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ৭:৪০:৪৯ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মান্নোনয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১৯০ পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাকির মুন্সী।
সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়ছার হাবীব, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সামছুন্নাহার ইয়াসমিন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by