আন্তর্জাতিক

মারিউপোলে ১,৭৩০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে: রাশিয়া

  প্রতিনিধি ১৯ মে ২০২২ , ৬:১৩:১৯ প্রিন্ট সংস্করণ

Service members of Ukrainian forces who have surrendered after weeks holed up at Azovstal steel works are seen inside a bus, which arrived under escort of the pro-Russian military at a detention facility in the course of Ukraine-Russia conflict in the settlement of Olenivka in the Donetsk Region, Ukraine May 17, 2022. REUTERS/Alexander Ermochenko

ভোরের দর্পণ ডেস্কঃ

ইউক্রেনের মারিউপোলের দখলকৃত আজভস্টল স্টিল কারখানায় অবস্থান নেওয়া ইউক্রেনীয় এক হাজার ৭০০ এর বেশি সেনা আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (১৯ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। খবর আল জাজিরার।

টেলিগ্রাম চ্যানেলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় আজভ জাতীয়তাবাদী ইউনিটের ৭৭১ জন জঙ্গি দখলকৃত আজভস্টলে আত্মসমর্পণ করেছে। এতে মোট আত্মসমর্পণ করা যোদ্ধার সংখ্যা ১ হাজার ৭৩০ জনে দাঁড়িয়েছে।

দেশটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, আত্মসমর্পণকারীদের মধ্যে ৮০ জন আহত। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৪দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে।

আরও খবর

Sponsered content

Powered by