প্রবাস

মালয়েশিয়ায় ভূমিধস: নিখোঁজ বাংলাদেশী শ্রমিক

  প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২১ , ১:১৬:৫৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মালয়েশিয়ায় প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধ্বসে ৩৭ বছর বয়সী মো. জিয়ারুল আকন্দ নামের এক বাংলাদেশি শ্রমিক নিখোঁজ হয়েছেন। তিনি ভূমিধসে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের গুয়া মুসাং জেলার কেএম ৯২ জালান গুয়া মুসাং-লোজিং এ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রোববার জিয়ারুলকে খুঁজে না পেয়ে তার নিয়োগকর্তা স্থানীয় লোজিং থানায় বিকাল সাড়ে তিনটার দিকে জিয়ারুলের নিখোঁজ হবার খবর জানান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, জিয়ারুল যে ঘটনাস্থলে ছিলেন সেখানে সবজি খামারে ভূমিধস সংঘটিত হয়।

পুলিশ আরো জানায়, সোমবার প্রবল বর্ষণে ওই দুর্ঘটনা স্থানে নতুন করে খানাখন্দ তৈরি হওয়ায় দুটি চার চাকার গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটে এবং কয়েক কিলোমিটার ধরে কয়েক ডজন বোল্ডার, কাঠ ভাসতে দেখা যায়।

তবে এখন পর্যন্ত জিয়ারুলকে খুঁজে বের করা সম্ভব হয়নি।

আরও খবর

Sponsered content

Powered by