আন্তর্জাতিক

মিয়ানমারে ১০ সাংবাদিক আটক

  প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ৯:৪১:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:
মিয়ানমারে সামরিক সরকারবিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করায় ১০ সাংবাদিককে আটক করেছে দেশটির সেনাবাহিনী। 

সোমবার (০১ মার্চ) তাদের আটক করা হয়। তবে এখনও তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ গঠন করেনি বলে খবর দিয়েছে ইরাবতি নিউজ।

মিয়ানমারের বিভিন্ন শহরে জান্তা সরকারবিরোধী বিক্ষোভের খবর সংগ্রহে মাঠে কর্মরত ছিলেন আটককৃত সাংবাদিকরা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের আটক করা গ্রহণযোগ্য নয় জানিয়েছেন দেশটির সেভেন ডে নিউজের প্রধান সম্পাদক কো আহর মাহন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওই সংবাদকর্মীরা শুধু তাদের দায়িত্ব পালন করছেন, তারা বিক্ষোভ করছেন না।’

দেশটিতে বিক্ষোভের খবর প্রচারের কারণে ১৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ জন সাংবাদিককে আটক করা হয়েছে। শুধুমাত্র ১ মার্চেই আটক করা হলো ১০ জন সাংবাদিককে।

এদিকে, দেশটিতে রক্তক্ষয়ী রোববারের পর সোমবারও (০১ মার্চ) বিক্ষোভ অব্যাহত রেখেছে মিয়ানমারের সাধারণ মানুষ। এদিন জান্তা সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন হাজার হাজার আন্দোলনকারী। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।

এদিকে, রোববারের বিক্ষোভে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্বিচারের গুলি চালানোর তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।

আরও খবর

Sponsered content

Powered by