রাজশাহী

মুই এখন মুক্তিযোদ্ধা

  প্রতিনিধি ১০ জুলাই ২০২০ , ৭:৪৫:৫০ প্রিন্ট সংস্করণ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ‘জীবনের ঝুঁকি নিয়ে নও মাস দেশের তনকে যুদ্ধ করিছু। যুদ্ধে যাওয়ার আগে ইন্ডিয়াত টেনিং করিছু কিন্তক সরকার মোক মুক্তিযোদ্ধার সনমান দেইনি, ভাতাও দেয়নি। যুদ্ধের ৪৯ বছর পরে শেখে বেটি হাসিনা মোক মুক্তিযোদ্ধার সনমান দিচে এবং ভাতাও দে”ে। মুই এখন মুক্তিযোদ্ধা’। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দোঘড়া গ্রামের নতুন তালিকাভুক্ত আদিবাসি বীর মুক্তিযোদ্ধা শ্রী বানো পাহান এ কথাগুলো বলেন। তাঁর ছেলেমেয়ে ও নাতিপুতিরা সরকারের অনেক সুযোগ-সুবিধা পাবে এবং সরকার তাঁকে অনেক সহযোগিতা করবে এসব জেনে তাঁর পরিবারের সবাই অনেক খুশি। চলতি বছরের মে মাসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেটে শ্রী বানো পাহান সহ উপজেলায় মোট ৬ জন নতুন মুক্তিযোদ্ধার নাম আসে। অন্যরা হলেন উপজেলার খাসবাগুড়ীর আলতাফ হোসেন, ধরঞ্জীর আবুল হোসেন, ছাতীনালীর আব্দুর রউফ আকন্দ, সুলতানপুরের মৃত আঃ সামাদ ও উচনা সীমান্তের সফিজ উদ্দিন মন্ডল। এদের অনেকের সঙ্গেই কথা বলে জানাগেছে, ইতিমধ্যে সবাই ২ মাসের সম্মানি ভাতা বাবদ ৩৪ হাজার টাকা পেয়েছে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. মিছির আলী মন্ডল বলেন, ভারতে ১ মাস যুদ্ধের ট্রেনিং শেষে দিনাজপুরের বিরল উপজেলার বিভিন্ন এলাকায় বানো পাহান আমার সঙ্গে থেকেই স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশ গ্রহন করেছিল। নতুন ৬ জনসহ উপজেলায় মোট ১৬৪ জন সম্মানি ভাতার কার্ডধারী মুক্তিযোদ্ধা হলেন বলেও কমান্ডার জানান।

আরও খবর

Sponsered content

Powered by