দেশজুড়ে

মোরেলগঞ্জে প্রাথমিকের নগদ অর্থ সহায়তা

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৩৮:৩৫ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য নগদ অর্থ প্রদান করেছেন। সোমবার মোরেলগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কর্মচারী ও ৩০৯টি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রায় ১৫’শ শিক্ষকের বৈশাখী ভাতার উত্তোলন করে ২০% ভাতা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন এর হাতে তুলে দেন। তিনি সমুদয় অর্থ ৮ লক্ষ ১হাজর ৪৪২ টাকা সোনালী ব্যাংকের চালানের মাধ্যমে প্রাথমিক ডিজি মহোদয়ের একাউন্ডে জমা প্রদান করেন। এ অর্থ করোনায় ক্ষতিগ্রস্থ, ঘরমুখে, হতদরিদ্র ছিন্নমূল মানুষের মধ্যে বিভিন্ন সহায়তার কাজে ব্যায় হবে বলে জানা গেছে। এ ব্যাপারে মোরেলগঞ্জ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জালাল উদ্দিন বলেন এখন পর্যন্ত সব শিক্ষকের টাকা পাইনি যা পেয়েছি জমা দিয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by