Uncategorized

রাউজানে ত্রিশ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ৯:০৬:৫৪ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ত্রিশ হাজার বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করেছেন রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্টানে রাউজানের ইউপি চেয়ারম্যান এবং পৌর কাউন্সিলরদের মাঝে গাছের চারা প্রদান করা হয়। প্রতিটি ইউনিয়নে দুই হাজার করে রাউজানের ১৪ ইউনিয়নে ২৮ হাজার এবং পৌরসভায় ২ হাজার গাছের চারা প্রদান করা হয়। পরে সাংসদ ফজলে করিম চৌধুরী রাউজান ডাক বাংলো চত্বরে দুইটি গাছের চারা রোপণ করে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সি. সহকারী কর্মকর্তা (ভূমি) আব্দুল­াহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল­াহ, উপজেলা পরিবার কল্যাণ ককর্মকর্তা নিক্সন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সুকুমার বড়ুয়া, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাঁশি, বি এম জসিম উদ্দিন হিরু, সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, পৌর কাউন্সিলর শওকত হাসান, দীলিপ চৌধুরীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে সাংসদ ফজলে করিম চৌধুরী পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশী করে বৃক্ষ রোপনের জন্য সবার প্রতি অনুরোধ জানান।

আরও খবর

Sponsered content

Powered by