চট্টগ্রাম

রাঙ্গামাটির বাঘাইহাট হতে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২১ , ৩:৫৯:১৭ প্রিন্ট সংস্করণ

আয়াজ আহমাদ , চট্টগ্রাম প্রতিনিধি:

 

রাঙ্গামাটি পার্বত্য জেলার অন্তর্গত বাঘাইছড়ি এলাকার পশ্চিম জারুলছড়ি হতে অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য দ্রব্যাদি বাঘাইহাট জোনের সেনা অভিযানে উদ্ধার করা হয়েছে।

১২ তারিখ গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পশ্চিম জারুলছড়ি এলাকায় ইউপিডিএফ (মূল) এর ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী গোপনে অবস্থান করছে।

 

সেনাবাহিনী সুত্রে জানা যায়, উক্ত সংবাদের ভিত্তিতে বাঘাইহাট জোন একটি বিশেষ অভিযান দল উল্লেখিত স্থানে গমন করলে সশস্ত্র সন্ত্রাসীদল সেনাবাহিনীর আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার উদ্যোগ নেয়। এসময় সেনাবাহিনীর আভিযানিক দল সন্ত্রাসীদের পিছু ধাওয়া করলে সেনাবাহিনী ও সন্ত্রাসী দলের মধ্যে বিপুল পরিমাণ গুলি বিনিময় হয়।

 

পরবর্তীতে উক্ত স্থানে সেনাবাহিনীর আভিযানিক দল তল্লাশি পরিচালনা করে ০২ একে-৪৭, ০২ একে-৪৭ ম্যাগাজিন, ১৩ রাউন্ড এ্যামুনিশন, ০২টি মোবাইল ও ০৩টি কাপড়ের ব্যাগসহ বিপুল পরিমান নথিপত্র উদ্ধার করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by