চট্টগ্রাম

রায়পুরে জমি দখল করতে দু’স্থানে গাছ কর্তন

  প্রতিনিধি ১ জুন ২০২৩ , ৬:০১:০৩ প্রিন্ট সংস্করণ

সুদেব কুরী, রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :

লক্ষীপুরের রায়পুরে বিরোধীয় জমি দখল করতে দুটি স্থানে নির্বিচারে গাছ কাটা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মাতাব্বরহাট ও চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।খোঁজ নিয়ে জানা যায়, মাতাব্বরহাট সংলগ্ন সমরউদ্দিন পুরাতন মাঝি বাড়িতে জমি নিয়ে নুর মোহাম্মদ ও আবু তাহেরের সঙ্গে তাঁদের ভাই খোরশেদ আলমের বিরোধ চলছে। খোরশেদ আলম ২০-২৫ জন লোক নিয়ে ভাইদের দখলে থাকা ৬ শতাংশ জমিতে ঘর করতে নির্বিচারে গাছ কেটে ফেলেন। ওই সময় দেশীয় অস্ত্রের মুখে ভাড়াটিয়া লোকজন ভাইদেরকে জিম্মি করে রাখেন বলে তাঁদের অভিযোগ। তবে নিজেদের গাছ কাটতে গেলে অন্যায়ভাবে দুই দেবর বাঁধাগ্রস্ত করছেন বলে দাবি করেছেন খোরশেদ আলমের স্ত্রী মোবাশ্বেরা বেগম।অপরদিকে- মনু মিয়া পাটওয়ারী বাড়িতে জমি নিয়ে বিরোধে ছোট ভাই দেলোয়ার হোসেন নিহতের পরও থামছেন না বড় ভাই এমরান হোসেন। আবারো তিনি নিহতের পরিবারের প্রতি নিপিড়ন শুরু করেছেন বলে দেলোয়ারের স্ত্রী শেফালী বেগম অভিযোগ করেছেন। দুই ভাইয়ের কেনা বাগান থেকে এমরান জোরপূর্বক কেটে নিচ্ছেন। হত্যা মামলাটি প্রত্যাহার না করায় তিনি ছোট ভাইয়ের পরিবারটিকে হয়রানি করে আসছেন বলে শেফালী দাবি করেছেন। এর আগে ২০২০ সনে বড় ভাই অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য এমরান হোসেনের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধরে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য দেলোয়ার হোসেন (৬৫) মারা যান। ওই সময় এ মৃত্যুর জন্য এমরান হোসেন ও তাঁর ছেলেদেরকে অভিযুক্ত করে হত্যা মামলা করা হয়। অভিযোগের বিষয়ে এমরান হোসেনের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। নিজেদের গাছ বেচে দিয়েছেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫)।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়–য়া বলেন, ‘এ ধরণের বিষয় কেউ আমাদেরকে অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও খবর

Sponsered content

Powered by