ঢাকা

রূপগঞ্জে সিটি অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত-১

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২১ , ৬:২৪:০৫ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় সিটি ইকুনোমিক জোন সিটি গ্রæপের সিটি অটো রাইস মিলের হাসকিং প্লান্টের ব্রয়লার বিস্ফোরণ হয়। এ ঘটনায় আহত শ্রমিক মোঃ হযরত আলী (৪৫) গত শনিবার রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন নিহতের ছেলে সুজন মিয়া।

উল্লেখ্য ২০ নভম্বের শনবিার দুপুর দুইটার দকিে সিটি অটো রাইস মিলের ব্রয়লার বিস্ফোরেণের ঘটনায় বলোয়তে হোসনে (৫৫), সরিাজুল ইসলাম (৫০), হযরত আলী (৪৫) তাদরে বাড়ি গর্ন্ধবপুর এলাকায় এছাড়া আহত হয়ছেনে মলিরে নরিাপত্তা প্রহরী রানা (৩০) গুরুতর আহত হয়। আহতদরে উদ্ধার করে রাজধানীর শখে হাসনিা র্বান ইউনটি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে র্ভতি করা হয়েছে। আহত শ্রমীক মোঃ হযরত আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।###

 

আরও খবর

Sponsered content

Powered by