রাজশাহী

রোস্তম শেখের পতাকা প্রেম

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২২ , ৬:৫৯:২৯ প্রিন্ট সংস্করণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বিজয় দিবস পার হয়ে গেছে, সঙ্গী যারা এক সাথে এসেছিল সাবাই এলাকায় ফিরে গেছেন। কিন্তু রোস্তম শেখ (৫১) এখোনো জাতীয় পতাকা বিক্রি করছে। তিনি মনে করেন, একটা পতাকা বিক্রি করা মানে শহীদদের শ্রদ্ধা করা, দেশকে ভালবাসা। বুধবার বগুড়ার সান্তাহার স্টেশন এলাকায় কথাগুলি বলছিলেন মৌসুমি পতাকা বিক্রেতা রোস্তম শেখ। তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলায়। বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলার সান্তাহার পৌরসভা এলাকায় তার এলাকা থেকে মোট ৭ জন পতাকা বিক্রেতা এই অঞ্চলে পতাকা বিক্রি করতে এসেছিলেন। বিজয় দিবসের পর ২৭ ডিসেম্বর সবাই বাড়ি চলে গেছেন। কিন্তু এই এলাকায় রয়ে গেছেন রোস্তম শেখ। ২/৩ দিন পর তিনিও নিজ এলাকায় ফিরে যাবেন। পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে চিন্তায় আছেন। তাই ফিরতে হবে।
ডিসেম্বর, মার্চ, ফেব্রæয়ারি মাসে প্রতিবার ফরিদপুর থেকে এই আদমদীঘি, সান্তাহার এলাকায় অন্যদের সাথে রোস্তম শেখ জাতীয় পতাকাসহ নানা স্টিকার, মাথায় বাঁধা ব্যান্ড বিক্রি করতে আসেন। সারাদিন পতাকা বিক্রি করে রাতে কোনদিন স্টেশনে, কোনদিন মসজিদে রাত কাটান তিনি। তিনি বলেন, শুধু টাকার জন্য না, একান্তই ভালবাসা আর দেশপ্রেম থেকে এইসব কাজ করেন তিনি। তিনি বলেন, মুক্তিযুদ্ধে যেতে পারিনি, ছোট ছিলাম বলে। কিন্তু মুক্তিযুদ্ধের জন্য যে দেশে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেই দেশের প্রতি আমার মন কাঁদে প্রায় সময়। তাই পতাকার প্রেমে পড়ে গেছি। তিনি জানান, অনেকে ভুল মাপের পতাকা বানিয়ে বিক্রি করে। এটা অন্যায়। আমি সব সময় আসল মাপে পতাকা বানাাই ও বিক্রি করি।

আরও খবর

Sponsered content

Powered by