দেশজুড়ে

রায়পুরে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৫:২০ প্রিন্ট সংস্করণ

ইমতিয়াজ উদ্দিন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডিত বাদল রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার বিনধ দেব নাথের ছেলে।

আদালতের প্রাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট জসিম উদ্দিন জানান, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে দেনায়েতপুর এলাকায় স্ত্রী অঙ্কিতাকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচারণা চালান বাদল। তবে ময়নাতদন্তে হত্যার আলামত পায় পুলিশ। পরে অঙ্কিতার স্বামী বাদলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন রায়পুর থানার এসআই মো. হারুন অর রশিদ। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।

আরও খবর

Sponsered content

Powered by