চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল ও নৌকা জব্দ

  প্রতিনিধি ১ জুন ২০২৩ , ৬:৩৬:৩০ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রীজঘাট ও বয়ারচর সুইচের খাল সংলগ্ন এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়। অভিযানে ৮ টি ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা থেকে নিষিদ্ধ ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল, ছয় পিস বেহুন্দি জাল, আট পিস চায়না দূয়ারি জাল ও দুই হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত নিষিদ্ধ জাল ব্যবহার করে জেলেরা অবৈধভাবে মাছ আহরণের উদ্দেশ্যে মেঘনা নদীতে গমন করছিল বলে জানান কোস্ট গার্ড। 

পরে রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম জসীম উদ্দীনের নির্দেশে জব্দকৃত ব্যবহার নিষিদ্ধ  জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷ এছাড়া, নিষিদ্ধ জল বহনকারী নৌকাগুলোকে মুচলেকা গ্রহণ করত প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়

রামগতি কোস্টগার্ড স্টেশন কন্টিজেন্ট কমান্ডার মুজতবা এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরও খবর

Sponsered content

Powered by