রাজশাহী

লালপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ৬:৫০:৩৩ প্রিন্ট সংস্করণ

লালপুর(নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ ও রোপা আমন ধানের বীজ সহ সার বিতরণ করা হয়েছে। উপজেলার ৭শ জন কৃষককে সার ও বীজ এবং ৭০ জন কৃষককে মোবাইল অ্যাপসের মাধ্যমে ২ হাজার ৮০০ টাকা করে প্রদান করা হয় ।

সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী,উপজেলা প্রকৌশলী মাহাবুবউল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান,কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।এর আগে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টিআর/কাবিটা প্রকল্প থেকে উপজেলার বিভিন্ন এলাকার ২৭ টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ১৬লাখ ৫০ হাজার টাকা নগদ প্রদান করা হয়।

 

Powered by