বাংলাদেশ

শনিবার থেকে ঢাকা মেডিকেলে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি

  প্রতিনিধি ১৫ মে ২০২০ , ২:৫০:৩১ প্রিন্ট সংস্করণ

করোনার চিকিৎসায় ঢাকা মেডিকেলে শনিবার  থেকে শুরু হচ্ছে প্লাজমা থেরাপি। এতে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির রক্তের প্লাজমা নিয়ে দেয়া হবে আক্রান্ত রোগীকে। এ জন্য প্লাজমা ব্যাংক তৈরিতে কাজ করছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এই পদ্ধতিতে জটিল করোনা রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা ৮০ ভাগ, বলছেন চিকিৎসকেরা।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাসনিম সোহেল। করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ৪ সপ্তাহ। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ব্লাড ব্যাংকে এসেছেন প্লাজমা দিতে।

চিকিৎসকদের দেয়া তথ্যমতে, দেশে করোনামুক্ত হয়ে প্লাজমা দেয়া দ্বিতীয় ব্যক্তি তাসনিম সোহেল। এর আগে দিয়েছেন একজন চিকিৎসক।

এই পদ্ধতিতে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির প্লাজমা দেয়া হয় নতুন আক্রান্তদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈধতা পাওয়া প্লাজমা থেরাপি প্রয়োগে এরই মধ্যে সাফল্য পেয়েছে চীনসহ বিভিন্ন দেশ। এতে জটিল করোনা রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, বলছেন চিকিৎসকেরা।

প্লাজমা দেয়ার আধাঘণ্টার মধ্যেই রক্তদাতার শরীরে এন্টিবডি তৈরি হয় বলেও জানালেন চিকিৎসক।

তবে সতর্কতার সঙ্গে প্লাজমা থেরাপি প্রয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরও খবর

Sponsered content

Powered by