দেশজুড়ে

শরণখোলায় ৫০হাজার মিটার নিষিদ্ধ নেট পুড়িয়ে ধ্বংস

  প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৮:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় সেমাবার দুপুরে অভিযান চালিয়ে ৫০হাজার মিটার নিষিদ্ধ শিম্ফ্রাই নেট জব্দ করেছে উপজেলা প্রশাসন পরে উপজেলা পরিষদ চত্বরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়

শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েন্দা বাজারের একটি পরিত্যাক্ত ঘর থেকে নিষিধ ওই নেট জব্দ করা হয় যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা অভিযানকালে মালিক না পাওয়ায় আটক বা জরিমানা করা সম্ভব হয়নি

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, শিম্ফ্রাই নেট পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর সহজে পঁচনশীল না হওয়ায় এই নেট দিয়ে গরুর মশারী, ক্ষেতের বেড়া এবং ঘের পুকুরের মাছ রক্ষায় ব্যবহার করা হয়

আরও খবর

Sponsered content

Powered by