বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনে এবার সব সিটির বাসেই হাফ পাস

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২১ , ৫:২৮:৪১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকার পর চট্টগ্রামসহ সব শহরে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে এ ক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে।  হাফ ভাড়ার এ সিদ্ধান্ত আগামী ১১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

আজ রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘হাফ ভাড়া শুধু সিটি সার্ভিসে কার্যকর হবে। কোন অবস্থায় আন্তঃজেলা বা দূরপাল্লায় বাসে কার্যকর হবে না। গ্রামের ছাত্রদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমাদের বক্তব্য হচ্ছে সারা দেশের সিটির মধ্যে হাফ ভাড়া কার্যকর হবে, এর বাইরে নয়।’

এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা আশা করি এ ঘোষণার পর ছাত্রছাত্রীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে। তারা পড়ালেখায় মনোযোগী হবে।’

ঢাকার মতো হাফ ভাড়া কার্যকরে চট্টগ্রামসহ দেশের অন্য জায়গায়ও বাস মালিক সমিতি শর্ত আরোপ করেছে। শর্তগুলোও প্রায় একই রকম।

ভ্রমণকালে ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্রছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে, প্রয়োজনে প্রদর্শন করতে হবে। বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন।

তবে ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু মহানগর ও শহর এলাকায় কার্যকর থাকবে।

আজকের সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি কফিল উদ্দিন আহমেদ, পরিবহন নেতা বেলায়েত হোসেন, মৃণাল চৌধুরী, মো. মুছা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by