চট্টগ্রাম

শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই, সীতাকুণ্ডে এমপি দিদারুল আলম

  প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ৭:০২:৪০ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ইউনিয়নের সৈয়দপুর শিবপুরস্থ হামিদউল্লাহ হাট উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমি ভবন উদ্বোধন করা হয়েছে।  শনিবার সকালে উক্ত স্কুল ভবন উদ্বোধন করেন 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। তিনি বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল জনগণকে শিক্ষায় শিক্ষিত করার জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের শিক্ষার প্রসারের লক্ষ্যে আওয়ামিলীগ সরকার কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে শিক্ষায় শিক্ষিত গড়ে তুলতে হবে,স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। হামিদউল্লা হাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহের বি.এস.সি সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীন কুমার নাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদত হেসেন, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাঁকের ভূইয়া, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার,সীতাকুণ্ড হাই স্কুলের প্রবীন শিক্ষক নজির আহমেদ, আ.লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  রুহুল আমিন, মোফাখ্খারুল আলম, মোঃ শাহজালাল, শফিউল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনসহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content

Powered by